রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিতে ৬ষ্ঠ দিনের মতো অভিযান পরিচালনা করছে রাজউক।
সকাল থেকে উত্তরায় অভিযান চালায় রাজউক। ছুটির দিন হওয়ায় মুলত চিহ্নিতকরণের কাজ করছেন রাজউক কর্মকর্তারা।
তারা জানান, ১০ তলার বেশি ভবনগুলো নকশা মিলিয়ে দেখা হচ্ছে। তবে, বেশিরভাগ ক্ষেত্রে নকশা বহির্ভূত ভবন তৈরি হয়েছে বলে জানান তারা। অনিয়ম করা ভবন মালিকদের বিরুদ্ধে পরে আইনি ব্যবস্থা নেয়া হবে জানায় রাজউক। পরিদর্শনে ভবনে জরুরি বহির্গমন পথগুলো বন্ধ পাওয়া গেছে।
টিবিজেড/
Leave a reply