পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় এখনও মামলা হয়নি

|

ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় এখনও মামলা হয়নি।

পুলিশ জানিয়েছে, মামলা না হলেও ঘটনার তদন্তে নেমেছেন তারা। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুইজনকে। তবে, তাদের পরিচয় জানায়নি পুলিশ।

গতকাল আলীম পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে বোরকা পরিহিত কয়েকজন নারী ওই ছাত্রীকে জোর করে ছাদে নিয়ে যায়। সেখানে নিপীড়নের অভিযোগ মিথ্যা ছিলো এমন জবানবন্দি দিতে বলে ওই শিক্ষার্থীকে। অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তারা ওই ছাত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে  ছাত্রীটি।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply