‘হেল ইজ হিয়ার’

|

জনতার ভিড় থেকে পালাতে আগুনের ওপর দৌড়াচ্ছে একটি হস্তীশাবক এমন একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, হস্তীশাবকটি ও তার মা রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। অদূরে থাকা জনতা তাদের যাত্রাপথে অগ্নিসংযোগ করেছে, উপর্যুপরি ঢিলও ছুড়তে দেখা গেছে তাদের। মূলত, মানুষের আবাসস্থল থেকে তাদের দূরে সরাতেই এসব কাণ্ডকীর্তি!

‘হেল ইজ হিয়ার’ শিরোনামের ছবিটির আলোকচিত্রী পশ্চিম বাংলার বিপ্লব হাজরা। ছবিটির জন্য বন্যপ্রাণী অভয়াশ্রম আলোকচিত্র পুরস্কার ২০১৭ লাভ করেছেন তিনি। এক প্রতিক্রিয়ায় মি. হাজরা বলেন, সেদিন মানুষের নৃশংস আক্রমণ থেকে  হাতিদুটো কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছিল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply