ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু হবে: রেলমন্ত্রী

|

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার- এমনটা জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এটি বাস্তবায়িত হলে মাত্র আড়াই থেকে তিন ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে বলে জানান মন্ত্রী।

আজ বুধবার কুমিল্লায় করদাতা সম্মাননা অনুষ্ঠানে রেলমন্ত্রী আরও জানান, ডাবল লাইন নির্মাণ কাজ শেষে হলে ঢাকা-চট্টগ্রাম রুটে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে। জনগণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।

অনুষ্ঠানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার দীর্ঘদিন ধরে কর দিয়ে আসা নারী ও তরুণদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply