ডুয়েলগেজ হচ্ছে আখাউড়া-সিলেট রেল রুট। এ প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা থেকে সিলেট যাওয়া যাবে মাত্র ৪ ঘন্টায়।
এ-সংক্রান্ত ১৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায়। এতে মূল অর্থায়ন দেবে চীন।
আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৮টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেললাইন জরাজীর্ণ হয়ে পড়েছে। তার ওপর আঁকাবাঁকা ট্র্যাক ও পরিচালন জটিলতায় কারণে এ রুটে ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটারে বেশি গতিতে ট্রেন চলতে পারে না। তবে ডুয়েলগেজ হলে গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। এতে ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছানোর সময় আড়াই ঘণ্টা কমে যাবে। রেল যোগাযোগের সুযোগ তৈরি হবে আসামের সঙ্গে।
এর বাইরে নিরাপদ ও স্বাস্থ্যকর শুঁটকি প্রক্রিয়াকরণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।
Leave a reply