সুদানে কারফিউ জারি হলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিদায়ের পর, তারা সেনাশাসন মানতে নারাজ।
বৃহস্পতিবার সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয় ৩০ বছর প্রেসিডেন্টের পদে থাকা বশিরকে। পরে, ক্ষমতা গ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আওয়াদ ইবনে আউফ। জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন কারফিউ।
খার্তুমে জনসাধারণের উল্লাস বিক্ষোভে রূপ নেয় এ ঘোষণায়। বিক্ষোভকারীদের দাবি, নতুন মোড়কে বশিরের স্বৈরাচারী শাসনের ধারাই ফিরিয়ে আনতে চাইছে, সেনাবাহিনী। সুদানের এই রাজনৈতিক পালাবদলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল। দ্রুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেরানোর আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
Leave a reply