ব্যর্থ হলো ইসরায়েলের প্রথম চন্দ্রাভিযান

|

ব্যর্থ হলো ইসরায়েলের প্রথম চন্দ্রাভিযান। বৃহস্পতিবার চাঁদের বুকে আছড়ে পড়েছে দেশটির মহাকাশযান বেরেশিট।

নিয়ন্ত্রণকারী সংস্থা জানায়, শেষ মুহূর্তের যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় মানববিহীন যানটি। বিধ্বস্ত হওয়ার আগের ২১ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সাথে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো বেরেশিটের।

গত ফেব্রুয়ারিতে নাসার সহযোগিতায় মানববিহীন এ মহাকাশযান উৎক্ষেপন করে ইসরায়েল। কানাডার কেপ কানাভেরাল থেকে উৎক্ষেপন করা হয় এটি। সমগ্র অভিযানটি পরিচালনা করা হয় তেল আবিবের ইয়েহুদ থেকে। সাত সপ্তাহ ধরে মহাশূন্য ভ্রমণের পর বুধবার পর চাঁদের কক্ষপথে প্রবেশ করে যানটি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয় তেল আবিবের অভিযান।

এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে তাদের মহাকাশযান পাঠিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply