জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়া বলেছেন, এদেশে বিচারের নামে নানা অনিয়ম হয়ে আসছে। জেলে যেতে হয়েছে মরহুম শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, সোহরাওয়ার্দীর মতো নেতাদের।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বকশিবাজারের অস্থায়ী আদালতে যান খালেদা জিয়া। সেখানে চতুর্থ দিনের মত আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য্য। কিন্তু দেশে গণতন্ত্র নেই।’
অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, এক-এগারো সরকারের দেয়া নির্বাচন গণতন্ত্রের স্বার্থে মেনে নিয়েছিলাম। ফখরুদ্দীন-মঈনুদ্দিনদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না।
‘বিচার বিভাগ স্বাধীন নয়’ বলে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, তবুও ন্যায় বিচারের প্রত্যাশা করি। প্রজ্ঞা, সাহস ও সততার সাথে সঠিক সিদ্ধান্ত নেয়ার আবেদন আবেদন জানান বিচারকদের কাছে।
আগামী ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
Leave a reply