কে হবেন সিংহাসনের মালিক? এই প্রশ্নে উত্তর খোঁজার জন্য গত সাত বছর ধরে দর্শকদের চোখ আটকে আছে টিভি পর্দায়। এক পর্বের পর আরেক পর্বের জন্যই অপেক্ষা যেখানে দীর্ঘ মনে হয় সেখানে গত ২ বছর যাবত অপেক্ষারত দর্শকদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।
আজ শুরু হচ্ছে গেম অব থ্রোনেস’র ৮ম ও শেষ সিজন। এর মাধ্যমেই সমাপ্তি ঘটতে যাচ্ছে বিপুল দর্শকপ্রিয়তার অর্জন করা এই সিরিয়ালের।
২০১১ সালের ১৭ই এপ্রিল এইচবিও চ্যানেলে প্রথম প্রচারিত হয় এই সিরিয়াল তারপর ২০১৭তে শেষ হয়েছিল বহুল আলোচিত ইংলিশ সিরিয়াল গেম অব থ্রোনস’র ৭ম সিজন। তারপর দীর্ঘ ২ বছরের অপেক্ষা।
এই ধারাবাহিকটির শুটিং হয়েছে নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্টে অবস্থিত টাইটানিকের স্টুডিওসহ আরও ৭টি দেশের বিভিন্ন মনোরম লোকেশনে। দেশগুলো হচ্ছে- যুক্তরাজ্য, ক্রোশিয়া, আইসল্যান্ড, মাল্টা, মরক্কো, স্পেন এবং যুক্তরাষ্ট্র।
সেভেন কিংডমের গুরুত্বপূর্ণ ভূখণ্ড আয়রন থ্রোনের অধিকার লড়াইকে কেন্দ্র করেই ‘গেম অব থ্রোনস’র কাহিনী এগিয়েছে। প্রথম সিজনে স্টাক এবং ল্যানস্টার পরিবারের মধ্যকার দ্বন্দ্ব দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা বহুমাত্রিক লড়াইয়ে রূপ নেয়।
Leave a reply