খালেদা জিয়া প্যারোল চান কিনা, নেবেন কিনা সেটা তাঁর নিজস্ব ও পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার। এনিয়ে দলে তেমন আলোচনা নেই বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ওলামা দলের নবগঠিত কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল নিয়ে, সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে বেশ গুঞ্জন আছে। এ ইস্যুতে প্রায়ই কথা বলছেন প্রধান দুই দলের নেতারা। সোমবার দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, প্যারোলের বিষয়টি চেয়ারপারসনের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার।
রোববার স্থায়ী কমিটির দুই সদস্যকে নিয়ে হাসপাতালে চেয়ারপারসনের সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব। সেখানে প্যারোলসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন বলে জানা গেছে। সংসদের যাওয়া না যাওয়ার বিষয়ে কথা বলেন, মির্জা ফখরুল। সংসদে যোগ না দেয়ার আগের সিদ্ধান্তেই আটল বিএনপি। খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে নামার কথা জানিয়েছেন তিনি।
Leave a reply