অবশেষে শরীয়তপুরে সরকারি ব্রিজের লোহার গেট অপসারণ

|

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর, শরীয়তপুরের সরকারি ব্রিজের লোহার গেট অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গতকাল সোমবার যমুনা টেলিভিশনে ‘একটি বাড়ির জন্য লাখ লাখ টাকায় নির্মাণ করা হয়েছে সরকারি সেতু!’ এমন শিরোনামে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। প্রতিকারে নেয়া হয় তড়িৎ সিদ্ধান্ত।

সরকারি সেতুতে কোন ধরণের প্রতিবন্ধকতা রাখার নিয়ম না থাকলেও দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে কাশিপুর গ্রামে এই ব্রিজে গেট বসিয়ে রাখে ডা. জগদীশ বিশ্বাসের পরিবারের লোকজন।

স্থানীয়রা জানান, ৩৯ লাখ টাকা ব্যয়ে খালের ওপর নির্মিত সেতুতে গত ফেব্রুয়ারিতে নিরাপত্তার অজুহাতে গেট বসিয়ে তালা দেয়া হয়। ফলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হন স্থানীয়রা।

একটি বাড়ির জন্য ৫০ ফুট দীর্ঘ সেতু নির্মাণের খবর ছড়িয়ে পড়লে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এ নিয়ে গতকালই সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply