সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক, পুলিৎজার পুরস্কার পেলেন মিয়ানমার সামরিক জান্তার হাতে বন্দি রয়টার্সের দুই সাংবাদিক। আজ এই পুরস্কার ঘোষণা করা হয়।
মিয়ানমারের বৌদ্ধ উগ্রপন্থী ও দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ১০ রোহিঙ্গা হত্যাকাণ্ডের খবর প্রকাশ করায় তাদেরকে এ পুরস্কার দেয়া হয়েছে।
প্রতিবেদনে বর্বর এই হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি গণ কবরের ছবিও প্রকাশ করেন তারা। রোহিঙ্গা হত্যাকাণ্ডের এ প্রতিবেদন তৈরি করতে গিয়েই গ্রেফতার হন ওই দুই রয়টার্স সাংবাদিক। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।
Leave a reply