এবার মহাকাশে স্যাটেলাইট পাঠালো নেপাল

|

এবার মহাকাশ জয় করল প্রতিবেশী দেশ নেপাল। স্যাটেলাইট যুগে প্রবেশ করল তারা।

বাংলাদেশের পর এবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে প্রতিবেশী রাষ্ট্রটি। ১.৩৩ কেজি ওজনের এ স্যাটেলাইটটি তৈরি করেছেন নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ।

বৃহস্পতিবার নাসার ভার্জিনিয়া সেন্টার থেকে নেপাল স্যাট-১ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে।

নেপাল স্যাট-১ উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে নাসা এবং জাপানিজ স্পেস এজেন্সি।

দেশটির গণমাধ্যম নেপালি সানসার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের স্থানীয় সময় বিকাল ৪টা ৪৬ মিনিটে ভার্জিনিয়ার পূর্ব উপকূলে নাসার ওয়ালোপস ফ্লাইট ফ্যাসিলিটির মিড আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট থেকে ‘নেপাল স্যাট-১’ উৎক্ষেপণ করা হয়।

স্যাটেলাইট উৎক্ষেপণে নেপাল সরকারকে সহযোগিতা করেছে জাপানিজ স্পেস এজেন্সি (জেএএক্সএ)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply