সিসিকে আরও প্রভাবশালী করতে পাস হলো সংবিধান সংস্কার প্রস্তাব

|

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসিকে আরও প্রভাবশালী করতে পার্লামেন্টে পাস হলো সংবিধানের সংস্কার প্রস্তাব।

এরফলে, ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুবিধা ভোগ করতে যাচ্ছেন সাবেক এই সেনাপ্রধান।

সংবিধানের সংস্কার অনুসারে, এখন থেকে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদকাল চার বছরের পরিবর্তে হবে ৬ বছর।

এছাড়া, বিচার বিভাগের ওপর থাকবে রাষ্ট্রপ্রধাণের পূর্ণ নিয়ন্ত্রণ। তবে পার্লামেন্টে পাস হলেও জনগণের ভোটের ওপর নির্ভর করছে সংবিধান সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত।

সরকারি সূত্রে জানানো হয়, আগামী সপ্তাহেই হবে ভোট। আর তিনদিনের মধ্যে চূড়ান্ত হবে সাংবিধানিক কাঠামো।

২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ ভাগের বেশি ভোট পেয়ে জয়যুক্ত হন আবদেল ফাতাহ্ আল সিসি। সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে উৎখাতের মাধ্যমেই তিনি ক্ষমতায় আসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply