টিআইবির তথ্য মনগড়া ও একপেশে, দাবি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের

|

রাজধানীতে ওয়াসার পানি ফুটাতে ৩৩২ কোটি টাকার জ্বালানি অপচয় হয়; টিআইবি’র এমন তথ্য মনগড়া ও একপেশে বলে মন্তব্য করেছেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। টিআইবি’র গবেষণা প্রতিবেদনের জবাবে আজ সকালে ডিআরইউতে ওয়াসার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

এসময় তাকসিম আরো বলেন, টিআইবি’র প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গবেষণা প্রতিবেদনের সাথে সাংঘর্ষিক। ওয়াসা এ বছর ৪০০ কোটি টাকা সাশ্রয় করেছে বলেও জানান, তাকসিম এ খান। তিনি অভিযোগ করেন, টিআইবি’র প্রতিবেদন বিজ্ঞানসম্মত নয় এবং এতে ওয়াসার সাফল্য সঠিকভাবে নিরুপন করা হয়নি। এমডি জানান, রাজধানীর অনেক মানুষ ওয়াসার পানি না ফুটিয়েই পানি পান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply