রাজধানীতে ওয়াসার পানি ফুটাতে ৩৩২ কোটি টাকার জ্বালানি অপচয় হয়; টিআইবি’র এমন তথ্য মনগড়া ও একপেশে বলে মন্তব্য করেছেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। টিআইবি’র গবেষণা প্রতিবেদনের জবাবে আজ সকালে ডিআরইউতে ওয়াসার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
এসময় তাকসিম আরো বলেন, টিআইবি’র প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গবেষণা প্রতিবেদনের সাথে সাংঘর্ষিক। ওয়াসা এ বছর ৪০০ কোটি টাকা সাশ্রয় করেছে বলেও জানান, তাকসিম এ খান। তিনি অভিযোগ করেন, টিআইবি’র প্রতিবেদন বিজ্ঞানসম্মত নয় এবং এতে ওয়াসার সাফল্য সঠিকভাবে নিরুপন করা হয়নি। এমডি জানান, রাজধানীর অনেক মানুষ ওয়াসার পানি না ফুটিয়েই পানি পান করেন।
Leave a reply