প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তৃণমূল পর্যায়ে প্রযুক্তি সুবিধা নিশ্চিত করতে দেশের প্রতিটি গ্রামে ফাইবার অপটিকস পৌঁছে দেয়ার কাজ করছে সরকার।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের অবস্থানকে তুলে ধরতে আজ থেকে দুদিনব্যাপী ‘বিপিও সামিট বাংলাদেশ-২০১৯’ শুরু হয়েছে। আজ সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, দশ বছরে দেশে ব্যাপক পরিবর্তন হয়েছে । আওয়ামী লীগ আসার আগে এতো উন্নয়ন কেউ চিন্তাও করে নাই। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রুপান্তর হওয়া। দু’দিনের এই আয়োজনে দেশি-বিদেশী তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতি নির্ধারক, গবেষক, শিক্ষার্থী ও বিপিও খাত সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।
Leave a reply