এমডিকে ওয়াসার পানির শরবত পান করাতে হাজির জুরাইনবাসী

|

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওয়াসার এমডি তাকসিম এ খানকে ওয়াসার পানি দিয়ে তৈরি শরবত পান করাতে পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয়েছেন জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান।

বেলা ১১টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের উল্টোদিকের বিএফডিসি ভবনের নিচে প্ল্যাকার্ডসহ ওয়াসার এমডির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তারা। ওয়াসার এমডিকে শরবত পান করাতে যাওয়াদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, তার স্ত্রী শামীম হাশেম খুকি ও তাদের মেয়ে। এছাড়া একই এলাকা থেকে এসেছেন মতিয়ার রহমান। এছাড়া পুর্ব রামপুরা থেকে এসেছেন মনিরুল ইসলাম। ওয়াসা ভবনের উল্টোদিকে এসেই তারা ওয়াসার পানি দিয়ে শরবত তৈরি করেন। লেবু-চিনির সেই শরবতই ওয়াসার এমডিকে পান করাতে চান তারা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply