দেশের পুঁজিবাজারে আজও বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে। পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
দরপতন দিয়ে শুরু হয় পুঁজিবাজারের লেনদেন। দিন শেষে ডিএসই’র মূল সূচক কমেছে ৬২ পয়েন্টের বেশি। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম কমেছে ২৬৭টির। বেড়েছে মাত্র ৪৩টির দাম। দরপতনের প্রতিবাদে দুপুরে ডিএসই’র বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা। বলেন, খারাপ কোম্পানি তালিকাভুক্ত করে বাজারকে অস্থির করেছেন বিএসইসির চেয়ারম্যান। এর দায় নিয়ে তার পদত্যাগ করা উচিৎ। একই সাথে বাজারে প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিনিয়োগকারীরা।
টিবিজেড/
Leave a reply