পাকিস্তান পিপলস পার্টির নেত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী বলেছেন, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে,অতীতে আমাদের ভূখণ্ড প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমে সহযোগিতা করেছে। তার এমন দায়িত্বহীন বক্তব্যে বিশ্বের সামনে আমাদের এখন মুখ দেখানো লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইমরান খানের এমন বক্তব্যে পাকিস্তানিরা এখন আর মুখ দেখাতে পারবে না।
মঙ্গলবার সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খানের ইরানে দেয়া বক্তৃতার কঠোর সমালোচনা করেন তিনি।
এ সময় হিনা রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দাঁড়িয়ে বলেছেন, ইরানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় আমাদের ভূখণ্ডকে ব্যবহার করা হয়েছে। এ কথার মাধ্যমে তিনি পাকিস্তানকে ছোট করেছেন।
ইদানীং প্রধানমন্ত্রী ইমরান খান বেসামাল কর্থাবার্তা বলছেন। কয়েকদিন আগে বললেন, মোদি ক্ষমতায় এলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে।
প্রসঙ্গত ইরান সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দেশটির বিরোধী নেতারা। এ নিয়ে সংসদে ক্ষমতাসীন এবং বিরোধীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে নামাজের বিরতি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।
Leave a reply