বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলছে

|

আন্তর্জাতিক বাজারে অব্যাহত আছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি। মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের তেল ব্যারেল প্রতি বিক্রি হয় সর্বোচ্চ ৭৪ দশমিক পাঁচ-এক ডলারে।

ইরান থেকে তেল আমদানি শূণ্যে নামানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের প্রভাবে, সোমবার থেকেই শুরু হয় দর বৃদ্ধি। ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ৭৩ দশমিক সাত-সাত ডলারে পৌঁছায় ব্যারেলপ্রতি তেলের দাম। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইইএ’র দাবি, বাজারে তেলের সরবরাহ পর্যাপ্ত।

গেল নভেম্বরে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ট্রাম্প প্রশাসন। সেসময় তেহরানের কাছ থেকে তেল কেনা নিষিদ্ধ করলেও চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ আট দেশকে এ ব্যাপারে ছাড় দিয়ে আসছিল ওয়াশিংটন; যা বাতিল হচ্ছে ২ মে থেকে। বিশ্ববাজারে ইরানের তেলের ঘাটতি পূরণে এরই মধ্যে দৈনিক ২০ লাখ ব্যারেল উৎপাদন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply