মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর গাংনীতে মনোরুদ্দীন (৬০) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত আড়াইটার দিকে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় বৃদ্ধকে হত্যা করা হয়। তার বাড়ি কল্যাণপুর গ্রামের কালিতলা পাড়ায়। নিহত মনোরুদ্দীন পেশায় লাঙ্গল তৈরির কারিগর। তার পিতার নাম মৃত নিহার ফকির।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, নিহত মনোরুদ্দীন নিরিহ ও ভালো মানুষ হিসেবে গ্রামের মানুষের কাছে পরিচিতি রয়েছে। পেশায় লাঙ্গল তৈরি করেন তিনি। এ কারণে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। গ্রামের কিংবা আশেপাশের কারো সাথে তার বিরোধ রয়েছে এমন তথ্য কেউ বলতে পারছেনা। মনোরুদ্দীনের দুই ছেলে ও তিন মেয়ে। দুই ছেলের আলাদা সংসার। মেয়েরা বিবাহিত।
তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি বলেও জানান ওসি।
Leave a reply