শ্রীলঙ্কায় গির্জাসহ বেশ কয়েকটি হোটেলে হামলার ঘটনার পর আতঙ্কে বসবাস করছেন দেশটির মুসলিম জনগোষ্ঠী।
এরই মাঝে এ হামলার পর বেশ কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ হওয়ায় আরও বড় ধরনের হামলা আশঙ্কায় বসতভিটা ছাড়ছেন অনেক সংখ্যালঘু।
দক্ষিণ এশিয়ার দেশটিতে মুসলিম জনগোষ্ঠী ৯ শতাংশের কিছু বেশি। হামলার দায় স্বীকার করে আইএস-এর বিবৃতির পর সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কায় দিনাতিপাত করছেন দেশটির মুসলিমরা। হামলার শিকার খ্রিষ্টানরাও সংখ্যালঘু সেখানে।
গীর্জায় হামলার পরপরই হামলা-ভাঙ্চুর হয় স্থানীয় মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে। হামলা হয়েছে মসজিদেও। এ পরিস্থিতিতে চরম ভীতিতে দিন কাটছে এই সংখ্যালঘু জনগোষ্ঠির।
শ্রীলঙ্কায় এর আগেও বেশ কয়েকবার সাম্প্রদায়িক হামলার শিকার হয় সংখ্যালঘু মুসলিমরা। সবশেষ গেল বছর, আমপারা ও ক্যান্ডি জেলায় মুসলিমদের কয়েকশ বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।
যমুনা অনলাইন/ইএ
Leave a reply