আজ উত্তর প্রদেশের বারানসি আসনে মনোনয়নপত্র দাখিল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশাল পথসভা শেষে, স্থানীয় সময় দুপুর নাগাদ তিনি প্রার্থিতা জমা দেবেন।
বৃহস্পতিবার বিকাল থেকে নিজ আসনে বিশাল রোডশো’ করেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় বারানসি ঘাটে পূজা শেষে জনতার উদ্দেশ্যে দেয়া এক ভাষণে টেনে আনেন উড়ি ও পুলওয়ামা সন্ত্রাসী হামলার ঘটনা। বলেন, হামলাগুলোর মোক্ষম জবাব দিয়েছে তার সরকার।
ভাষণে মোদি জানান, কাশ্মির হামলায় ৪০ সিআরপিএফ সদস্যের মৃত্যুর পর পাল্টা অভিযানে দ্বিগুণ চরমপন্থিকে ধরাশায়ী করা হয়েছে। তার দাবি, সন্ত্রাসবাদ দমন অভিযানে ভারতকে সমর্থন করে আন্তর্জাতিক মহল।
অন্যদিকে নির্বাচন কমিশন মোদির এই বক্তব্য খতিয়ে দেখছে। কারণ নির্বাচনী জনসভায় নিরাপত্তা বাহিনীকে টেনে কথা বলা আচরণবিধির লঙ্ঘন।
যমুনা অনলাইন/ইএ
Leave a reply