যুক্তরাষ্ট্র অবিশ্বস্তের মতো আচরণ করছে বলে মন্তব্য করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। ভিয়েতনামের হ্যানয় এ অনুষ্ঠিত কিন ট্রাম্প বৈঠকের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন কিম। খবর কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির।
এসময় কিম দুই কোরিয়ার শান্তি প্রক্রিয়া ওয়াশিংটনের সদিচ্ছার উপর অনেকাংশে নির্ভর করে বলেও মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করছে পিয়ংইয়ং এর এমন দাবির এক সাপ্তাহের মধ্যেই এমন মন্তব্য করলেন কিম।
এমন সময় কিম এ মন্তব্য করলেন যখন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ভ্লাদিভস্তকে বৈঠক শেষ করলেন। এসময় পুতিন কিমের দেয়া উত্তর কোরিয়া ভ্রমণের আমন্ত্রণ গ্রহণ করেন।
পুতিনের সাথে বৈঠকের সময় কোরিয়া উপদ্বীপ বর্তমানে তার সংকট কালীন মুহুর্ত অতিক্রম করছে বলেও মন্তব্য করেন কিম জন উন।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে কিম বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকান্ড কোরিয়া উপদ্বীপকে তার সর্বোচ্চ ব্যবস্থা নিতেও বাধ্য করবে।
যমুনা অনলাইন/ইএ
Leave a reply