বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

|

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। সকালে কুতুপালংয়ের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায় প্রতিনিধি দলটি। তারা কথা বলেন রোহিঙ্গা শরণার্থীদের সাথে। পরে যান ১৮ নম্বর ক্যাম্পে।
সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। ঘুরে দেখেন বিভিন্ন সাহায্য সংস্থার কার্যক্রম।

দুপুরে ১৭ ও ১৪ নম্বর ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে ফিরবেন তারা। এরপর বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের কথা রয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গান্ধী, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনোসহ আরও অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply