কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে আজ

|

আজ শনিবার দেশের কোনো কোনো জায়গায় কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালীর কিছু এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকা জুড়ে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ জন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকাসহ নৌযানগুলোকে সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply