পাবনার আমিনপুরে নুরুজ্জামান নামে এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি নুরুজ্জামান। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। সকালে চরকান্দি এলাকায় একটি মাঠে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় জানায় স্থানীয়রা। কি কারণে, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। নিহত নুরুজ্জামান সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। তার বাড়ি সিংহাসন গ্রামে।
Leave a reply