চালকের বেপরোয়া গতির কারণেই লাবণ্যের মৃত্যু

|

চালকের বেপরোয়া গতির কারণে রাজধানীর কলেজগেটে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সকালে তেজগাঁও উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল চালক উভয়েই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ওভারটেক করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়।পুলিশ জানায় তদন্তে দোষী প্রমাণিত হলে উবার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর কলেজগেটে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাবণ্যের মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply