দেশের মানুষ এখন কাজের সংকটে ভুগছে: মির্জা ফখরুল

|

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিচার বিভাগ ও প্রশাসনকে দখল করে নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র একাংশের বার্ষিক কাউন্সিলে এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল জানান, দেশের মানুষ এখন কাজের সংকটে ভুগছে। অনেকে কাজ না পেয়ে আত্নহত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান সংকট আওয়ামী লীগই সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মির্জা ফখরুল বলেন, সকল আন্দোলনই সফল হয় না। ন্যায়ের জয় এবং অসত্যের পরাজয় হবেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply