পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল, ওই গ্রামের ফারুক মিয়া মেয়ে আফরিন (৫), পাশের বাড়ির বাবুল মিয়ার মেয়ে আয়েশা আক্তার (৭)।

বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা মোহাম্মদ মাঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আফ্রিন ও আয়েশা দুই বান্ধবী বাড়ির পাশে সাদেক সওদাগরের পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে কোন লোকজন না থাকায় তারা হঠাৎ করে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের পুকুর থেকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply