বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছে। গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিজের সম্পত্তির পরিমাণ প্রায় পৌনে তিন কোটি টাকা। নির্বাচনের মনোনয়নপত্রে এমনই দাবি করেছেন তিনি।
তাঁর স্থাবর সম্পত্তির ১ কোটি ২৪ লক্ষ টাকা। ১ কোটি ১৯ লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি ১৯ লাখ টাকার গাড়ির ঋণও রয়েছে তাঁর নিজের নামে। স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর হাতে আছে ২৫ হাজার টাকা ও ব্যাঙ্কে আছে ৭১ লাখ ৯০ হাজার টাকা। আর বিভিন্ন ফান্ডে প্রায় ৫০ হাজার টাকার বিনিয়োগ করেছেন মিমি।
এছাড়া তার কাছে সোনা আছে ২৭১ গ্রামের মতো। ২০১৭-১৮ সালে তাঁর রোজগার ছিল ১৫ লাখ ৩৯ হাজার টাকা।
প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে চমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মিমি বলেছেন, আমি শুধু চাই যে সকলে আমাকে আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি যে আমি নিজেকে প্রমাণ করতে সক্ষম হবই। আগে থেকে হিসেব কষে কখনই কিছু করিনি জনসাধারণের কাছে পৌঁছাতে বরাবরই ভালোবাসি। দর্শকরা আমার সিনেমা ভালোবাসেন, তাই আমি জয়ের খুবই আশাবাদী। আমি সবসময় মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। আর আমার মনে হয় আমি এবারও সেটা করতে সক্ষম হব।”
সূত্র: এনডিটিভি
Leave a reply