বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সির ডিজাইন নিয়ে তুমুল বিতর্কের পর অবশেষে জার্সির নতুন ডিজাইন প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবার বিকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে নতুন জার্সির ডিজাইন প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, জার্সিতে লাল রং না থাকার বিষয়টি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে আমরা নতুন এই ডিজাইন চূড়ান্ত করেছি। আইসিসি আমাদের নতুন ডিজাইন অনুমোদন করেছে।
এর আগে সকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, বিশ্বকাপ ক্রিকেটে জাতীয় দলের জার্সি পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করবে বিসিবি, অনুমতি পেলে পরিবর্তন করা হবে।
বিশ্বকাপ সবুজ জার্সিতে বিসিবি লাল রং রাখতে চেয়েছিল বলেও জানিয়েছিলেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা লাল রং রাখতে চেয়েছিলাম। প্রথম নকশায় লাল রং ছিল। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। আইসিসি বলার পর ওটা সরাতে হয়েছে।’
Leave a reply