বাড়ি থেকে জব্দ করা হলো ৪০ মণ ভেজাল গুড়

|

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা সদরের লক্ষীকোল এলাকায় মো. আব্দুল খালেক মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ মণ ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়। এ সময় ভেজাল গুড় তৈরীর দায়ে আব্দুল খালেক মোল্লা কে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানা থেকে ৪০ মণ ভেজাল গুড় ছারাও চিটাগুড়, ৮ টিন ক্ষতিকর রং ও ডালডা জব্দ করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, ভোক্তা আইনের ৪১ ধারায় ভেজাল গুড় তৈরীর দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত ভেজাল গুড়ের মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। পরে জব্দকৃত গুড় ময়লার ভাগারে ফেলে দিয়ে ধংস্ব করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে বিক্রির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিলো এই বিপুল পরিমাণ ভেজাল গুড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply