ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাজ্যের গাদচিরোলিতে বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয়।
প্রশাসন জানায়, ভোররাতের দিকে একটি নির্মাণাধীন কোম্পানির অন্তত ৩০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটনানো হয়। হামলার পরপরাই এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ।
গেলো মাসের শুরুতে ছত্তিশগড়ে হামলা চালায় জঙ্গি সংগঠনটি। এতে বিজেপি বিধায়কসহ প্রাণ যায় ৫ জনের। এ নিয়ে লোকসভা নির্বাচনের মধ্যে তৃতীয় দফা হামলা চালালো মাওবাদী। এছাড়া শুধু গদচিরোলিতে চতুর্থ বারের মতো হামলা হলো।
গেলো বছরের এপ্রিলে মহারাষ্ট্রে মাওবাদি বিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয় অন্তত ৪০ জঙ্গি।
Leave a reply