অস্ত্রবিরতি কার্যকর হলেও গাজায় অভিযান চলবে: নেতানিয়াহু

|

অস্ত্রবিরতি কার্যকর হলেও গাজা উপত্যকায় চলবে অভিযান। সোমবার হামাসের উদ্দেশ্যে এ হুমকি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গেলো কয়েকদিনের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ ফিলিস্তিনি। পাল্টা জবাবে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে
ছয় শতাধিক রকেট ছোঁড়ে হামাস। এতে ৪ বেসামরিক ইহুদি মারা যাওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। তাদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি জানান- মিসরের মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকর হলেও শেষ হয়নি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান।

নেতানিয়াহু বলেন, গেলো দুদিনে ‘টার্গেট কিলিং’ নীতিতে গেছে ইসরায়েল। অঞ্চলটির তালিকাভুক্ত অন্তত ১০ হামাস নেতা এবং ইসলামিক জিহাদীদের হত্যা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে টেলিফোন সংযোগ ব্যবস্থা। হামাস’কে ভুলের মাশুল দিতেই হবে। অস্ত্রবিরতি কার্যকর হলেই অভিযান শেষ- এটা ভুল ধারণা। গাজা উপত্যকায় সতর্ক পাহাড়ায় থাকবে সেনাবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply