ওয়াসার নোংরা পানি নিয়ে গণশুনানি

|

ওয়াসার নোংরা পানি নিয়ে গণশুনানি চলছে। বিশিষ্ট জনেরর উপস্থিতিতে এ শুনানিতে অংশ নিয়েছেন নগরীর ভুক্তভোগীরা। নিরাপদ পানিঃ ওয়াসার দাবি ও জনগণের অভিজ্ঞতা শীর্ষক এ গণশুনানি শুরু হয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১১টায়। জুরাইন, দনিয়া, শ্যামপুরসহ শহরের ২২টি পয়েন্টের নোংরা পানি প্রদর্শন করা হয়। ভুক্তভোগীরা ওয়াসা কর্মকর্তাদের দায়িত্বহীনতার অভিযোগ তুলেন।

ওয়াসার নিরাপদ পানির দাবিতে আন্দোলন করায় হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। নগরীর সেবা সংস্থার কাছ থেকে নিরাপদ পানির এ আন্দোলন চলতে থাকবে বলেও হুঁশিয়ারি করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক আনু মুহাম্মদ, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্সসহ বিশিষ্ট জনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply