মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

|

মুন্সীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে সুজন মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন; যাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব।

সোমবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার রামশিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত সুজন গোবিন্দনগর বাঁশতলা রিকাবীবাজার এলাকার মোশারফ হোসেনের ছেলে।

এ ঘটনায় মহসিন নামে এক র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব ১১-এর পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে মাদক উদ্ধারের অভিযানে রামশিং এলাকায় যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজনকে ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। উভয়পক্ষে ১৫ মিনিট গোলাগুলির পর সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৫০ পিস ইয়াবা, দেড় হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব সূত্র জানায়, সুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply