অ্যাসাঞ্জকে দেখতে কারাগারে পামেলা অ্যান্ডারসন

|

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে দেখতে লন্ডনের বেলমার্শ হাইসিকিউরিটি কারাগারে গিয়েছিলেন ‘বেওয়াচ’খ্যাত তারকা পামেলা অ্যান্ডারসন।

মঙ্গলবার অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে পামেলা বলেন, জুলিয়ান অ্যাসাঞ্জ কখনও এমন কোনো সহিংস কর্মকাণ্ড করেননি যে কারণে তাকে সুপারম্যাক্স কারাগারে রাখতে হবে। তিনি একজন নিরপরাধ ব্যক্তি।

অ্যাসাঞ্জকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি অ্যাসাঞ্জকে ভালোবাসি। আমি কল্পনাও করতে পারছি না কতটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে প্রায় সাত বছর ইকুয়েডর দূতাবাসে অবস্থানকালে বেশ কয়েকবার তার সঙ্গে দেখা করেছিলেন পামেলা। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়।

অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাতের সময় পামেলার সঙ্গে ছিলেন উইকিলিকসের এডিটর ইন চিফ ক্রিস্টিন রাপসন। তিনি বলেন, সাক্ষাতের পর দুজনকে বেশ আবেগপ্রবণ মনে হয়েছে।

প্রসঙ্গত গত ১১ এপ্রিল লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনজীবীদের বাইরে এটিই অ্যাসাঞ্জের সঙ্গে কারও প্রথম সাক্ষাৎ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply