সিরিয়ায় তিন দফা বিমান হামলায় নিহত ৫৩

|

A Syrian man carries a child following a reported airstrike on the rebel-held town of Atareb in Syria's northern Aleppo province on November 13, 2017. At least 21 civilians, including five children, were killed on Monday in air strikes on Syria's northern Aleppo province, despite a "de-escalation zone" in place there, the Britain-based Syrian Observatory for Human Rights said . / AFP PHOTO / Zein Al RIFAI

সিরিয়ার আতারেব শহরে তিন দফা বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৫৩ জনের। সোমবারের, এসব হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্রোহী অধ্যুষিত স্থানীয় একটি সুপার মার্কেট ছিলো হামলার মূল লক্ষ্য। মার্কেটটিতে প্রায় ১০০’র মতো ছোট-বড় দোকান ছিলো। স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট জানায়, হতাহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। ভগ্নস্তুপের নিচ থেকে বাকিদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী দলগুলো।

এখনও কেউ হামলার আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, রুশ বিমান- সুখয় থেকে ছোঁড়া হয় মিসাইলগুলো। ‘নিরাপদ জোনে’র আওতায় পড়ে আলেপ্পো প্রদেশের এ শহরটি।

যমুনা অনলাইন: আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply