ত্রিদেশীয় সিরিজে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে টাইগাররা। আয়ারল্যান্ডকে হারাতে পারলে ফাইনাল খেলার পথ আরো মসৃণ হয়ে যেত। তবে অপেক্ষা বাড়ল মাশরাফি বাহিনীর। বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ডাবলিনের মালাহাইডে স্বাগতিকদের মোকাবেলা করতো বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে খেলা ১ বলও গড়ায়নি। টসও হয়নি।
আয়ারল্যান্ডের স্থানীয় সময় সকাল থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আপাতত থামার কোনো লক্ষ্মণ নেই। থামলেও ম্যাচ শুরু করা সম্ভব নয়। কারণ, আউটফিল্ড ভেজা; খেলার অনুপযোগী হয়ে গেছে।
শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে লাভ হয়েছে আয়ারল্যান্ডেরই। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় অর্ধেক পেয়েছে আইরিশরা।
সিরিজে নিজেদের প্রথম ম্যাচে যাচ্ছেতাইভাবে হেরেছে দলটি। উইন্ডিজের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। বৃষ্টির বদৌলতে পেল ১ পয়েন্ট। কিছুটা হলেও ক্ষতি হলো বাংলাদেশের।
Leave a reply