ভোট প্রচারে গিয়ে বাদুড়িয়া সংঘর্ষের জন্য বিজেপিকে দায়ী করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাড়োয়ায় নুসরত জাহানের সমর্থনে প্রচারে গিয়ে মমতার অভিযোগ, বসিরহাটে হিংসা ছড়িয়েছিল বিএসএফ৷
তিনি বলেন, বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্য সরকারের হাতে নেই৷ তারা কেন্দ্রীয় সরকারের অধীনে৷ কেন্দ্রের কথা মতো তারা কাজ করে৷ আর কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার৷ তাই বিএসএফ, বিজেপি যৌথভাবেই বসিরহাটে হিংসা ছড়িয়ে ছিল বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ৷
এক স্কুল কিশোরের ফেসবুক পোস্টকে ঘিরে ২০১৭ এর জুলাইতে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের বাদুড়িয়া। ব্যাপক অশান্তি ছড়ায়। রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল-বিজেপি, দুপক্ষই আসরে নেমে পড়ে৷ ভোটের বাজারে দুবছর আগেকার স্মৃতি উসকে দিলেন মমতা৷ বললেন, ওই সংঘর্ষের জন্য বসিরহাটের মানুষ একেবারেই দায়ী নন৷ কেন্দ্রের নির্দেশে বসিরহাটে হিংসা ছড়িয়েছিল বিএসএফ৷
মমতা বলেন, পাঁচ বছরে মোদী সরকার কাউকে খাদ্য-বস্ত্র দেয়নি৷ পাঁচ বছরে দেশকে শুধু হিংসা উপহার দিয়েছেন৷গণপিটুনি সিন্ডিকেট দিয়ে রাজস্থান-উত্তরপ্রদেশে খুন করিয়েছেন৷
এদিন হাড়োয়ার সভা থেকে মোদীকে নিশানা করে কড়া আক্রমণ করেন মমতা। বলেন, “দাঙ্গা করেই হাতেখড়ি নরেন্দ্র মোদীর।” অটল বিহারী বাজপেয়ী ওনাকে সংসদের ভিতরে রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী হওয়ার পর ভেবেছিলাম উনি বদলে গিয়েছেন৷ কিন্তু দেখলাম উনি বদলাননি৷
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
Leave a reply