ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ চান গুইদো

|

রাজনৈতিক সংকট নিরসনে ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ চান দেশটির বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো।

দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে রশি টানাটানি চলছে বেশ কিছু দিন ধরেই।

এ অবস্থায় গত শনিবার মার্কিন প্রশাসনের সামরিক দফতর পেন্টাগনের সহায়তা চান দেশটির বিরোধী দলের নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট গুইদো।

২০১৮ সালে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে ওই নির্বাচন বাতিল চেয়ে আবারও নির্বাচন চায় বিরোধীদলীয় নেতা গুইদো।

গত সপ্তাহে গুইদো একটি অভ্যুত্থানের উদ্যোগ নিলেও মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ব্যর্থ হন। গুইদোর ওই উদ্যোগকে ক্ষমতা দখলের চেষ্টা বলে অভিহিত করেছেন মাদুরো।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে সাংবিধানিক পরিষদের প্রধান দিয়োসদাদো কাবেলো বলেছেন, ‘ক্ষমতা দখল চেষ্টার প্রধান ষড়যন্ত্রকারীদের একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থানের জন্য তাদের মূল্য দিতে হবে।’

গুইদোকে ভেনিজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

অন্যদিকে রাশিয়া, তুরস্ক ও ইরান মাদুরোকে সমর্থন দিয়ে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply