ঢাকা শহরে ধুলার সমস্যা রোধে নিয়মিত পানি ছিটানোতে সিটি কর্পোরেশনের অবহেলা ও দায়িত্বহীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।
ঢাকা শহরে ধুলা নিরোধে এলাকাভিত্তিক যে পরিমান পানি দেয়া হয়েছে তার তথ্য আদালতে জমা দেয় সিটি করপোরেশন। পরে আদালত বলে,
জনগণের টাকায় সিটি করপোরেশন চলে তাই তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কেবল ধুলা নিরোধ নয় বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাও ঠিক করতে হবে বলে জানান আদালত। ঢাকার ধুলা নিরোধে দুই সিটি করপোরেশন কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে আবারও একমাসের মধ্যে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। আগের প্রতিবেদন পরিপূর্ণ হয়নি সেজন্য ২৬ জুন পরবর্তী আদেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Leave a reply