মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। মাদক রুখতে এর বিরুদ্ধে যুদ্ধ অব্যহত থাকবে বলে জানালেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী ডিজিটাল প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার মাদক নির্মূলে এর ক্ষতিকারক দিকের বিষয়ে সতর্কতা, সরবরাহ ও চাহিদা বন্ধে কাজ করছে। এ জন্য আইন সংস্কার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, মাদক সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করে। পাশাপাশি জঙ্গি অর্থায়ন ও মানিলন্ডারিং এর সাথে মাদকদের চোরাচালান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে জানান তিনি। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
Leave a reply