নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনার পর লাইভ প্রচার নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এতে উল্লেখ করা হয়, লাইভ সম্প্রচারের বিষয়ে কয়েক লাখ ব্যবহারকারীর মতামত নেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হবে। তবে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি ফিচারটিতে কি কি পরিবর্তন আসছে। এছাড়া সব ধরণের অপরাধ সংক্রান্ত বিজ্ঞাপনও বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গেলো ১৫ মার্চ ক্র্যাস্টচার্চে মসজিদে হামলাকারী ফেসবুক লাইভ সম্প্রচারে গিয়ে হামলা চালায় এক শ্বেতাঙ্গ। এ ঘটনায় নিহত হয় ৫ বাংলাদেশিসহ ৫১ জন।
Leave a reply