শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

|

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।

দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। তবে প্রবাসে থাকায় বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

দেশে ফেরার আগেই ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply