শিগগিরই উত্তরাধিকার বাছাইয়ের সময় নির্ধারণ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার পার্লামেন্ট সদস্যদের সাথে এক বৈঠকের পর একথা বলেন তিনি।
জানান, জুনের প্রথম সপ্তাহে ব্রেক্সিট চুক্তির ওপর চতুর্থ দফা ভোটাভুটির পরই সরে দাঁড়াবেন তিনি। থেরেসা মে পদত্যাগ করলে দলীয় প্রধান হওয়ার দৌঁড়ে থাকতে চান কনজারভেটিভ নেতা বরিস জনসন।
ব্রিটিশ আইন অনুযায়ী পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কনজারভেটিভ দলীয় প্রধানই নির্বাচিত হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। গত ডিসেম্বরে দলীয় নেতৃত্ব প্রশ্নে এক অনাস্থা ভোটে উৎরে যান মে।
তবে ব্রেক্সিট নিয়ে অচলাবস্থার জেরে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল ব্রিটিশ আইনপ্রণেতারা। এমপিরা ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিলেই পদত্যাগ করবেন, গতমাসে এমন ঘোষণা দেন মে।
Leave a reply