আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়ে রেকর্ড টানা সপ্তম লিগ শিরোপা জিতলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ইতিহাসে প্রায় এক যুগ পর শেষ দিনে গড়ায় শিরোপ লড়াই।
যেখানে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় দলকে লিড এনে দেন ফরাসি মিডফিল্ডার কোমান। দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে সেবাস্তিয়া আলেয়ার গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। মিনিট তিনেকের মাথায় বায়ার্নকে এগিয়ে দেন আলাবা। ৫৮ মিনিটে সানচেজের গোলে ব্যবধান ৩-১ করে দলটি। শেষ দিকে ফ্রাঙ্ক রিবেরি ও অ্যারিয়ান রোবেন করা গোলে ৫-১ ব্যবধানের বড় জয়ে শিরোপা নিশ্চিত হয় বাভারিয়ানদের। জার্মান শীর্ষ প্রতিযোগিতায় এ নিয়ে রেকর্ড ২৯টি শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। দুই পয়েন্ট কম নিয়ে লিগে দ্বিতীয় হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
Leave a reply