এবারের ঈদে রাস্তায় কোন দুর্ভোগ হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে উন্নয়ন প্রকল্প ও গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা জানান তিনি। চিকিৎসা শেষে দেশে আসার পর আজকেই প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দফতরে গেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রাস্তায় এবং ঢাকা-চট্টগ্রাম রুটে পরিবহনের কোন সমস্যা হবে না। তিনি আরও জানান,অতীতের যে কোন সময়ের চেয়ে এবারেরে যাত্রা স্বস্তিদায়ক হবে। ইতিমধ্যে বেশকিছু বড় প্রকল্প শেষ হয়েছে বলেও জানান তিনি। বিআরটিসির ঈদের টিকিট বিক্রি শুরু হবে ২০ মে এবং বিআরটিসির নতুন গাড়ী আসাতে গণপরিবহনে সংকট অনেকটা কমবে বলে জানান সড়ক ও সেতু পরিবহণ মন্ত্রী।
Leave a reply