ভারতে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভারতীয় গণমাধ্যমের বুথফেরত জরিপের তথ্যে এমনটাই দাবি করা হচ্ছে।
এরই মধ্যে টাইমস নাউ এবং সুদর্শন নিউজের জরিপে তিনশ’র বেশি আসনে এগিয়ে এনডিএ জোট।
অন্যদিকে, কংগ্রেস জোটের অর্জন ১৩২ আসন। নিউজ ন্যাশন, পাবলিক সি ভোটার এবং সুবর্ণ নিউজের জরিপে বিজেপি জোটের অর্জন ২৮০’র বেশি আসন।
অন্যদিকে তিন গণমাধ্যমের হিসেবেই কংগ্রেস জোট আসন সংখ্যা হবে ১৩০ এর নিচে। সবগুলো জরিপেই গতবারের চেয়ে আসন সংখ্যা কমলেও, এবারও এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
তবে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্যদের দাবি, এই বুথফেরত জরিপই চূড়ান্ত নয়। পূর্বাভাস পাল্টে যাওয়া কিংবা ভুল প্রমাণের নজিরও আছে ভারতে।
এদিকে, ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত ধাপে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৫ শতাংশ।
আগামী ২৩মে একযোগে ঘোষণা করা হবে ভোটের চূড়ান্ত ফলাফল।
Leave a reply